৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করছে
প্রকাশিত : ২০:২৬, ২২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৩২, ২২ জানুয়ারি ২০১৮

বর্তমানে দেশের ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সোমবার সংসদে সরকারি দলের সদস্য এম, আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ‘দেশের ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানি সুবিধার আওতাভুক্ত। সে হিসাবে দেশে মোট ১৩ কোটি ৯২ লাখ মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করে থাকে। তিনি বলেন, অবশিষ্ট ১৩ শতাংশ জনগণ দূরবর্তী অন্যান্য নিরাপদ পানির উৎস থেকে খাবার পানি সংগ্রহ করে থাকে।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের অন্তর্ভুক্ত। এর মধ্যে ৬১ শতাংশ জনগণ উন্নত ল্যাট্রিন, ২৮ শতাংশ জনগণ যৌথ ল্যাট্রিন এবং ১০ শতাংশ জনগণ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করে।
আর
আরও পড়ুন