শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনের বিরুদ্ধে ঘুষের মামলা
প্রকাশিত : ১১:৪৩, ২৩ জানুয়ারি ২০১৮

গ্রেফতার শিক্ষা মন্ত্রণালয়ের দুই কর্মী এবং ঢাকার লেকহেড গ্রামার স্কুলের এক পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সোমবার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী থানায় মামলা করেন ডিবির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মৃধা। মামলা নম্বর ৩৬। বনানী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
আসামিরা হলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন ও লেকহেড স্কুলের পরিচালক খালেক হাসান মতিন।
রোববার রাত সাড়ে আটটায় ১ লাখ ৩০ হাজার টাকাসহ নাসিরউদ্দিনকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। আর মোতালেবকে একই সময়ে বছিলা এলাকা থেকে গ্রেফতার দেখানো হয়।
ঢাকা মহানগর ডিবি সোমবার জানায়, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতার অভিযোগে বন্ধ রাজধানীর লেকহেড গ্রামার স্কুল ঘুষের বিনিময়ে চালু করে দিতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর পিও মো. মোতালেব হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসিরউদ্দিন। এ জন্য তাঁরা স্কুলটির মালিকের কাছ থেকে ঘুষও নিয়েছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের প্রায় ২৪ ঘণ্টা হয়ে গেলেও গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত এই দুজনকে আদালতে তোলা হয়নি। পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার তাঁদের আদালতে তোলা হবে।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার আবদুল বাতেন গণমাধ্যমকে বলেন, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসানকে গ্রেফতার করা হয়েছে। আর মোতালেব হোসেন ও নাসিরউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে খালেদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে। এই দুজনকে আদালতে না তোলার বিষয়ে তিনি জানান, গতকাল তাঁরা বেশ কিছু অভিযান নিয়ে ব্যস্ত ছিলেন। তবে এ দুজনকে নিয়ে অভিযান চালানো হয়েছে কি না, তা পরিষ্কার করেননি তিনি।
আরও পড়ুন