ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

জাতিসংঘের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কের পথে স্পিকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জাতিসংঘের এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসক্যাপের) বৈঠকে যোগ দিতে নিউইর্কে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার সকালে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন।

জাতিসংঘের সদরদপ্তরে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আজ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

জাতীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কে সফরকালে ড. শিরীন শারমিন ২০০২ সালে মাদ্রিদের নেওয়া আন্তর্জাতিক অ্যাকশন প্লেনের তৃতীয় পর্যালোচনা মূল্যায়ণ বৈঠকে যোগ দেবেন। আগামী ৮ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি