ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিলেট জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সিলেট সফরের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল মঙ্গলবার তিনি সিলেট সফরে যাচ্ছেন। সেখান থেকেই পাঁচ সিটি কর্পোরেশনের নির্বাচনসহ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি, আওয়ামী লীগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে হযরত শাহজালাল (রাঃ) ও শাহ পরাণ (রাঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট সফর শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১১টায় তাঁর সেখানে পৌঁছানোর কথা রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনসহ মোট ৩৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। ২০টি প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। আর উদ্বোধনের পরই জনগণের জন্য খুলে দেওয়া হবে প্রকল্পগুলো। এছাড়া বাকি ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

৩৮ প্রকল্পের উদ্বোধন শেষে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করছে বলে জানা গেছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে। এছাড়া সিলেট জেলা আওয়ামী লীগ ছাড়াও আশে-পাশের কয়েকটি জেলার নেতৃবৃন্দ জনসভায় উপস্থিত থাকবেন বলে। এখান থেকেই প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার আগমনে ১০০’র ও বেশি সার্বক্ষণিক নজরকেন্দ্র স্থাপন করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। সেখান থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নজরদারি করা হবে বলে জানিয়েছেন পুলিশের এক ঊর্ধতন কর্মকর্তা। সিলেটের অতিরিক্ত কমিশনার আবদুল ওয়াহাব বলেন, প্রধানমন্ত্রীর আগমনে সিলেটে চারস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে সভাশেষেই সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সূত্র: ইউএনবি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি