আশ্রয়ণ প্রকল্প ৩৮ হাজার পরিবারের জীবিকায়ন করেছে : কৃষিমন্ত্রী
একুশে টেলিভিশন
প্রকাশিত : ২১:২৭, ২৯ জানুয়ারি ২০১৮

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সরকার ৫৩ জেলার ৩৮ হাজার ১০টি পরিবারের জীবিকায়ন নিশ্চিত করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
সোমবার সংসদে সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, সারাদেশে গত ৮ বছরে মোট ৫৩টি জেলার ১৭১টি উপজেলায় ৫৩২টি আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ৩৮ হাজার ১০টি পরিবারের জীবিকায়ন নিশ্চিত করা হয়েছে।
সূত্র: বাসস
এমএইচ/এস এইচ এস
আরও পড়ুন