ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বিএনপি ধ্বংস জানে, সৃষ্টি নয়: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৭, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫৭, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশের মানুষের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। দেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। বর্তমান সরকার ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। মঙ্গলবার সিলেটে আয়োজিত জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নকাজ ও ডিজিটাল ব্যবস্থার উন্নতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ধ্বংস করতে জানে সৃষ্টি করতে পারে না। বিএনপির পেট্রল বোমায় সিএনজিচালিত অটোরিকশাচালক থেকে সাধারণ মানুষ পুড়িয়ে হত্যা করেছে।

জনসভায় উপস্থিত মানুষের উদ্দেশে বলেন, আপনাদের সবার কাছে মোবাইল ফোন আছে? আপনাদের হাতে মোবাইল তুলে দিয়েছে কে? আমরা দিয়েছে, আওয়মিী লীগ সরকার দিয়েছে। তিনি বলেন, যখন দেশে বিদ্যুতের জন্য হাহাকার ছিল। তখন আমরা ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাস করে, জনগণের ভাগ্য পরিবর্তন করে বলেও জানান তিনি।

এর আগে সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯টি প্রকল্পের উদ্বোধন ও ১৬টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে পৌঁছে প্রধানমন্ত্রী এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি