ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাচ্ছেন। গতকাল রাষ্ট্রপতি নির্বাচনে মো. আবদুল হামিদকে মনোনয়ন দেওয়ার পর আজ প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে জানানো হয় বৃহস্পতিবার রাত ৮টায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।  

জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়া এখন আনুষ্ঠানিকতা মাত্র।

বাংলাদেশের আইনে এক ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকতে পারেন। ফলে এবার নির্বাচিত হলে এটাই হবে আবদুল হামিদের শেষ মেয়াদ।

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি