ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

খামারি মোতাহের হোসেন সাফল্যের আলো ছড়িয়েছেন গ্রামীণ জনপদে

প্রকাশিত : ০৮:৫৪, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৮:৫৪, ৩০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারের খামারি মোতাহের হোসেন সাফল্যের আলো ছড়িয়েছেন গ্রামীণ জনপদে। একের পর এক খামার প্রতিষ্ঠা করে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করছেন তিনি। প্রথমে লেবু চাষে সফল হয়ে পরে মুরগীর খামার ও গোলাপ ফুলের চাষ করেও সফলতার মুখ দেখেছেন তিনি। তার কাজে অনুপ্রাণিত হয়ে গ্রামের অনেকেই এগিয়ে এসেছেন এ’সব পেশায়। মোতাহের হোসেন, বাড়ী কক্সবাজারের রামু উপজেলার হাইটুপি পাড়া গ্রামে। দরিদ্র পরিবারে জন্ম নেয়া মানুষটি এখন সফল খামারি। মাত্র নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে অভাব অনটনের সংসারে হাল ধরতে হয় মোতাহের হোসেনকে। সংগ্রামী এই মানুষটির জীবন পাল্টে দেয় লেবু বাগান। প্রথমে মাত্র এক একর জমিতে চাষ শুরু করলেও বর্তমানে প্রায় ৩ একর জমিতে লেবু চাষ করছেন তিনি। শুধু তাই নয়, লেবু বাগানের পাশাপাশি গোলাপ ফুল এবং মুরগীর খামারও গড়ে তুলেছেন এই খামারি। মোতাহের হোসেনসহ ওই এলাকার আগ্রহী যুব সম্প্রদায়কে খামার তৈরিতে সব ধরণের সহযোগিতা দেয়া হচ্ছে, বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। এ’সব খামারে শুধু ব্যক্তি বিশেষের আর্থিক স্বচ্ছলতাই আসেনি, কর্মসংস্থান হয়েছে আরো অনেকের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি