শুক্রবার মনোনয়নপত্র নিবেন বর্তমান রাষ্ট্রপতি
প্রকাশিত : ২৩:৪৪, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:০২, ২ ফেব্রুয়ারি ২০১৮

দেশের ২১ তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করছেন বর্তমান রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। তার পক্ষে শুক্রবার সকালে ফরম সংগ্রহ করবেন চিপ হুইপ আ স ম ফিরোজ ।
চিপ হুইপ গণমাধ্যমকে জানান, ‘প্রধানমন্ত্রী আমাকে রাষ্ট্রপতির পক্ষে ফরম সংগ্রহ করার দায়িত্ব দিয়েছেন। আমি সকাল সাড়ে দশটায় ফরম সংগ্রহ করতে নির্বাচন কমিশনে যাবো।’
এর আগে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে আবারও মো. আবদুল হামিদের নাম ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষ হবে এ বছরের ২৩ এপ্রিল।
উল্লেখ্যে যে, রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
এম/টিকে
আরও পড়ুন