ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৬, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:২০, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে তার পক্ষে সংসদের চিপ হুইপ আ স ম ফিরোজ  নির্বাচন কমিশন ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এসময় তাঁর সঙ্গে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচনও সেখানে উপস্থিত ছিলেন।

জানা গেছে, দলীয় ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদকে ২১তম রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে আবদুল হামিদের পক্ষে আজ শুক্রবার মনোনয়ন ফরম গ্রহণ করলেন আওয়ামী লীগের এ প্রতিনিধি দল। এসময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সেখানে উপস্থিত ছিলেন।

ইতোমধ্যে এ ফরম নিয়ে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি বঙ্গভবনে যাবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের এক সদস্য। মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগ বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য আবারও মনোনয়ন দিয়েছে। এজন্য আওয়ামী লীগের হয়ে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আগামী ৫ ফেব্রুয়ারি এ মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।’

প্রতিনিধি দলে চিফ হুইপ আ স ম ফিরোজ ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-হুইপ মো. শাহাউদ্দিন, শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহীম ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা রিয়াজুল কবির কাওসার। মনোনয়ন বিতরণ শুরু হলেও এখন পর্যন্ত মাত্র একজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমার শেষ তারিখ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী ২৩ এপ্রিল তার পাঁচ বছরের মেয়াদকাল শেষ হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি