ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

মাদারীপুরে প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও হামলার ঘটনা ঘটেছে, আহত ৫

প্রকাশিত : ১০:৪২, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৪২, ৩০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাংচুর ও কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। সে সময় আহত হয় ৫জন। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে পাইকপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ্ধসঢ়;জাহান মোল্লার ২টি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে প্রতিপক্ষরা। সারিস্তাবাদ নতুন বাজার এলাকার তার সমর্থকদের ১৫টি দোকানে হামলা চালানো হয়।  গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করে এলাকাবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি