
শ্রমিকদের নুন্যতম মজুরী ১২হাজার টাকা ও ট্রেড ইউনিয়নের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
মহান মে দিবসকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনগুলো। রানাপ্লাজায় নিহত ও আহত শ্রমিকদের ক্ষতিপূরন, কর্মস্থলে শ্রমিকের মৃত্যু হলে ক্ষতিপূরন, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতার দাবি জানায় তারা। একই সঙ্গে শোভন কাজ, নুন্যতম বাঁচার মত মজুরীর জন্য শিল্প ফেডারেশনের দাবি করেছে সংগঠনগুলো। শ্রমিক –মালিক সম্পর্ক উন্নয়নে নিয়মিত বেতন,বন্ধ কলকারখানা চালুসহ সাত দফাও ঘোষণা দেয় তারা।