ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নির্বাচিত সরকার ছাড়া অনিশ্চয়তা দূর করা সম্ভব নয়ঃ নজরুল ইসলাম

প্রকাশিত : ১৪:৩৮, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৩৮, ৩০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Nazrul Islamনির্বাচিত সরকার ছাড়া দেশের অনিশ্চয়তা দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে লেবার পার্টি আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেছেন। নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রাজনৈতিক কারণে বিভিন্ন হত্যাকান্ডের দায় বিএনপির উপর চাপিয়ে প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। সরকার এ কৌশল অবলম্বন করে গণতান্ত্রিক রাজনীতিও ধ্বংস করছে। মে দিবসের চেতনা ধারন করে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলারও আহবান জানান বিএনপির এ নেতা। ওদিকে, মে দিবসের আলোচনা অনুষ্ঠানের অনুমতির পর, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সভাস্থল পরিদর্শনে যান দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। পরে সাংবাদিকদের জানান, সভায় মানুষের ঢল নামবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি