ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

‘বিএনপিতে কয়েকজন প্যাথলজিক্যাল লায়ার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী নির্বাচনে না এলে বিএনপির নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি নির্বাচনে আসতে ভয় পাচ্ছে কেন? তাদের নির্বাচনে আসতে হবে। নির্বাচনে না এলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে।
শনিবার কুমিল্লার শাসনগাছা রেলওয়ে ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি এসময় বিএনপিতে কয়েকজন ‘প্যাথলজিক্যাল লায়ার’ রয়েছেন বলেও মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, অন্যসব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেভাবেই বাংলাদেশে আগামী নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে। তখন মন্ত্রিপরিষদ এখনকার চেয়ে ছোট হবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে।
নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, যে হুমকি-ধামকি দেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি হাওয়ার ওপর মিথ্যাচার করছে। তাদের তো কোনো কাজ নেই, তাদের আছে শুধু কথা। বিএনপিতে কয়েকজন প্যাথলজিক্যাল মিথ্যাচারী রয়েছেন। এরা অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজায়। কে তাদের হুমকি দেয়, তথ্য প্রমাণ দিক আমরা ব্যবস্থা নেব।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি