ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সাভারে ঢাকা ব্যাংকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, আহত ২

প্রকাশিত : ১৩:১১, ১ মে ২০১৬ | আপডেট: ১৩:১১, ১ মে ২০১৬

Ekushey Television Ltd.

সাভারের আমিনবাজারে ঢাকা ব্যাংকে আগুন লেগে বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ব্যাংকের নিরাপত্তা কর্মী ও ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছে। গতকাল শনিবার রাত দশটার দিকে আমিন বাজারের মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় ঢাকা ব্যাংকের ভেতর থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে মিরপুর ও সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ব্যাংকটির বেশ কিছু কাগজপত্র পুড়ে গেলেও বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে অগুনের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি