ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

৪র্থ দফা নির্বাচনে ফেনী ও গাইবান্ধার ৩০ ইউনিয়নের নির্বাচন ৭ই মে

প্রকাশিত : ১৩:১২, ১ মে ২০১৬ | আপডেট: ১৩:১২, ১ মে ২০১৬

Ekushey Television Ltd.

চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফেনীর ১৩টি ও গাইবান্ধার ১৭টি ইউনিয়নে ভোটগ্রহণ ৭ই মে। এখন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আছে অভিযোগ পাল্টা অভিযোগ। তবে ভোটাররা চান উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে। প্রার্থীদের পদচারণায় মুখর <ংঃৎড়হম>গাইবান্ধা সদর ও সাদুল্যাপুর উপজেলার ১৭টি ইউনিয়ন। পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। চলছে উঠান-বৈঠক, পথসভা। প্রার্থীরা বাড়িতে গিয়ে চাচ্ছেন ভোট ও দোয়া। প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে সকলেই আত্মবিশ্বাসী। তবে কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন কি-না তা নিয়ে শঙ্কা রয়েছে ভোটারদের মাঝে। <ংঃৎড়হম>ফেনী সদর ও ছাগলনাইয়ার ১৩টি ইউনিয়নে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সকাল থেকে রাত অবধি প্রার্থীরা ঘুরছেন দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। কোনো কোনো প্রার্থী প্রচার কাজে বাধা দেয়ার অভিযোগ আনলেও তা অস্বীকার করছেন প্রতিপক্ষ প্রার্থী। তবে প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন নির্বাচনী কর্মকর্তা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি