ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় আহত ৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৭, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ময়নমনসিংহে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘন কুয়াশায় ময়মনসিংহের ত্রিশালে হঠাৎ একটি বাস ব্রেক চেপে ধরলে পেছনের দিক থেকে আসা আরেকটি বাস ওই বাসটিকে ধাক্কা দেয়। এরপর একের পর এক বেশ কয়েকটি বাস ওই বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল উপজেলার বগার বাজারের চৌরাস্তা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের ইনচার্জ জয়নাল আবেদিন সাংবাদিকদের জানান, ত্রিশাল থেকে ভালুকার উদ্দেশে যাচ্ছিলো স্থানীয় রাসেল গার্মেন্টসের একটি বাস। তবে ঘন কুয়াশার কারণে হঠাৎ বাসটি স্টিয়ারিং চেপে ধরে।

এরপরই পেছন থেকে একটি বাস ওই বাসকে সজোরে ধাক্কা দেয়। এরপর পেছনের বাসগুলোতে একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে। এতে দুমড়ে মুচড়ে কয়েকটি বাস। এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে ৪০ জন আহত হন।

এদিকে বাস দুর্ঘটনার ফলে ঘণ্টাখানেক ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন জয়নাল আবেদীন। 

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি