যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ভারত ও পাকিস্তান
প্রকাশিত : ১৩:১৭, ১৬ মে ২০২৫

যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ‘চিরশত্রু’ দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান। আগামী ১৮ মে পর্যন্ত তারা কোনো ধরনের সংঘাতে জড়াবে না বলে সম্মত হয়েছে। শুক্রবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমনই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) শিগগিরই আলোচনায় বসবেন।
সূত্রের বরাতে এনডিটিভি আরও জানাচ্ছে, বৈঠকে উভয় দেশের ডিজিএমও সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন।
এর আগে গত ১০ মে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই দেশ চার দিনের পাল্টাপাল্টি হামলার পর এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতব্যাপী দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
পরে গত ১০ মে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা নিশ্চিত করে ভারত ও পাতিস্তানও।
এদিন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ‘ভারত এবং পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতীয় সময় বিকেল ৫টা (১০ মে) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।
অন্যদিকে ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘সক্রিয় ভূমিকা’ পালন করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
এদিকে যুদ্ধবিরতির ছয় দিনের মাথায় পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। খোদ দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এমন দাবির কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
পাকিস্তানের দাবি মোতাবেক, এর আগে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায় দেশটি। এবার একটি ফাইটার জেট ভূপাতিত করা কথা জানালো। সব মিলিয়ে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি পাকিস্তানের।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন বলছে, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) কাশ্মিরের পামপুর এলাকায় গত ৬-৭ মে রাতে ভারতের আরেকটি যুদ্ধবিমান— মিরাজ ২০০০ — ভূপাতিত করেছে বলে নিশ্চিত করেছেন শেহবাজ শরীফ। যদিও এ নিয়ে ভারত এখনো কোনো বিবৃতি দেয়নি।
এসএস//
আরও পড়ুন