ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

স্মৃতিসৌধে সুইস প্রেসিডেন্টের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০১, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেছেন। সোমবার ১১টা ০৫ মিনিটে স্মৃতিসৌধের মূল বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করেন সুইস প্রেসিডেন্ট। এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল শহীদদের সম্মানে কুচকাওয়াজ প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের অনুভূতি লিপিবদ্ধ করেন সুইস প্রেসিডেন্ট। পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে একটি নাগেশ্বর চাপা গাছের চারা রোপন করে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

সফর সঙ্গীদের নিয়ে স্মৃতিসৌধে পৌঁছালে তাকে সেখানে স্বাগত জানান গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি, ঢাকা জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ ও ঢাকা জেলার পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমানসহ অন্যরা।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেইন বেরসে রোহিঙ্গাদের পরিস্থিতি নিজ চোখে দেখতে এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য চার দিনের সফরে গতকাল রোববার ঢাকায় আসেন।

টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি