২০১৯ সালে চালু হচ্ছে পদ্মা সেতু
প্রকাশিত : ১৫:৪২, ৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৩৬, ৫ ফেব্রুয়ারি ২০১৮

পদ্মা সেতু দিয়ে আগামী ২০১৯ সালের মধ্যে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে এনবিআর আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট সস্মাননা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, ২০১৯ সালে মার্চ মাস থেকেই যান চলাচল শুরু হতে পারে। তবে আমাদের লক্ষ্যমাত্রা হলো, জুনের মধ্যে যে করেই হোক পুরোদমে যান চলাচল শুরু করা। এনবিআর চেয়ারম্যান মো মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান।
এদিকে অনুষ্ঠানে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে ২০১৭ সালের ঢাকা সিটি করপোরেশনের সর্বোচ্চ আয়কর প্রদানকারী ও ঢাকা জেলার কর বাহাদুর পরিবার স্বীকৃতি দিয়েছে এনবিআর।
টিআর/ এমজে
আরও পড়ুন