আইপিএলে খেলার এনওসি পেলেন মোস্তাফিজ
প্রকাশিত : ১৬:৫০, ১৬ মে ২০২৫

দিল্লি ক্যাপিটালস থেকে ডাক পেলেও বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সেই শঙ্কা দূর হয়েছে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনুমতিপত্র বা এনওসি পেয়েছেন বাঁহাতি এই তারকা পেসার। চলতি মৌসুমের শেষ ভাগে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া এই পেসার ১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত ভারতের মাটিতে আইপিএলের শেষ অংশে অংশ নিতে পারবেন।
শুক্রবার (১৬ মে) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, বোর্ডের ক্রিকেট অপারেশনস বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী মুস্তাফিজকে নির্দিষ্ট সময়ের জন্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) প্রদান করা হয়েছে।
আইপিএলের রাউন্ড রবিন লিগে দিল্লির ম্যাচ আছে আর ৩টি। এই ৩ ম্যাচে খেলার জন্য এনওসির আবেদন করেছিলেন মোস্তাফিজ। অবশেষে মিলল সেই অনুমোদন। ১৮ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএলে খেলার অনুমতি পেয়েছেন মোস্তাফিজ।
তবে আরব আমিরাত সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন ফিজ। সেই ম্যাচ খেলেই উড়াল দিতে হবে ভারতের উদ্দেশে। তবে ১৭ তারিখ আরব আমিরাতে ম্যাচ খেলে ১৮ তারিখ দিল্লির জার্সিতে মাঠে নামতে পারবেন কিনা, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহের জায়গা রয়েছে।
১৮ মে'র পর দিল্লির পরবর্তী ম্যাচ ২১ মে। রাউন্ড রবিন লিগে দলটির শেষ ম্যাচ ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে।
শেষ ৩ ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ দিল্লির জন্য। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে অক্ষর প্যাটেলের দল। শেষ ৩ ম্যাচের দুটিতে জিতলেও প্লে-অফে ওঠার সম্ভাবনা আছে তাদের।
এবারের আইপিএলের মেগা নিলামে কোনো দল পাননি মোস্তাফিজ। গত বছরের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও তাকে রিটেইন করেনি। তবে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর কিছুটা খেলোয়াড় সংকটে পড়েছে আইপিএল। দিল্লির অনেক খেলোয়াড়ই নাকি এখনও ক্যাম্পে যোগ দেয়নি। অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাক গার্কের বদলি হিসেবে দিল্লিতে জায়গা পেয়েছেন মোস্তাফিজ।
এবারের আইপিএলে রেকর্ড ৬ কোটি রুপিতে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। তবে এর পুরো অর্থটা তিনি পাবেন না। ম্যাচ অনুপাতে টাকা পাবেন। দিল্লি ক্যাপিটালসে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে মোস্তাফিজের। এর আগে রিশভ পন্তের নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এক মৌসুম খেলেছিলেন তিনি।
এমবি//