ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নূন্যতম ১৮ হাজার টাকা করার দাবি এরশাদের

প্রকাশিত : ১৯:৩৬, ১ মে ২০১৬ | আপডেট: ১৯:৩৬, ১ মে ২০১৬

Ekushey Television Ltd.

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নূন্যতম আঠারো হাজার টাকা করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক পার্টির সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সরকারের একার পক্ষে খুন ও হত্যা বন্ধ করা সম্ভব নয়। এসমস্যা সমাধানে সকল রাজনৈতিক দল গুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আরো বলেন, জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ, দলের দূর্যোগের ঘনঘটা কেটে গেছে। নতুন করে যাত্রা শুরু করেছে জাতীয় পার্টি এবং এই যাত্রা হবে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার যাত্রা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি