ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

দিনাজপুরে কৃষকের ভাগ্য বদলে দিয়েছে গ্রীষ্মকালীন টমেটো

প্রকাশিত : ১৩:০২, ২ মে ২০১৬ | আপডেট: ১৩:০২, ২ মে ২০১৬

Ekushey Television Ltd.

দিনাজপুরে গ্রীষ্মকালীন টমেটো ভাগ্য বদলে দিয়েছে কৃষকের। দেশব্যাপী এই টমেটোর চাহিদা থাকায়, বিভিন্ন এলাকা থেকে আড়তদাররা আসছেন টমেটো কিনতে। বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা। দিনাজপুর সদরের শেখপুরা, গাবুড়া, রাজারামপুর, কিষাণ বাজার ও পাঁচবাড়ি এলাকা গ্রীষ্মকালীন টমেটো আবাদের উৎকৃষ্ট স্থান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। জেলায় এবার ২ হাজার ৮’শ ৪৪ হেক্টর জমিতে নাবি জাতের টমেটো চাষ হয়েছে। বাজারে প্রতিমণ টমেটো বিক্রি হচ্ছে সাড়ে ৫’শ থেকে ৮’শ টাকা দরে। গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন এখানকার চাষীরা। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও আড়তদাররা আসছেন টমেটো কিনতে। নাবি জাতের গ্রীষ্মকালীন এই টমেটো চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন বলে জানান কৃষি কর্মকর্তা। তবে টমেটো সংরক্ষণের জন্য এই অঞ্চলে হিমাগার স্থাপনের দাবি কৃষকদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি