ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকিরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:৩৬, ২ মে ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ২ মে ২০১৬

Ekushey Television Ltd.

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকিরের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার জাতীয় সংসদের দশম অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যসেবার সবার দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করেছেন মুজিবুর রহমান। তার মৃত্যুতে দেশের বিরাট ক্ষতি  য়েছে উল্লেখ করে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এসময় সংসদ সদস্যরাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন। শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণের পর সংসদে এক মিনিটের নীরবতা পালন ও দোয়া করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি