ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

কক্সবাজারে বছর জুড়েই পর্যটকদের ভিড়

প্রকাশিত : ১১:১৩, ৩ মে ২০১৬ | আপডেট: ১১:১৩, ৩ মে ২০১৬

Ekushey Television Ltd.

কক্সবাজারে এখন বছর জুড়েই পর্যটকদের ভিড়। এক সময় শুধুমাত্র শীতকালে পর্যটকরা আসলেও এখন তার ব্যতিক্রম। এই গ্রীষ্মের দাবদাহেও সকাল-বিকাল সমুদ্র সৈকতসহ বিভিন্ন পয়েন্টে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। সুযোগ-সুবিধা বৃদ্ধি আর স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের কারণেই পর্যটক বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে এক সময় শুধুমাত্র শীতকালে পর্যটকদের ভিড় দেখা গেলেও এখন দিন পাল্টেছে। গ্রীষ্মের প্রচণ্ড গরম উপেক্ষা করে অসংখ্য সমুদ্রপ্রেমি ছুটে এসেছেন কক্সবাজারে। সমুদ্র সৈকত ছাড়াও ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন পয়েন্টে। এপ্রিল-মে’তে সমুদ্র সাধারণত উত্তাল থাকায় এ সময়টাতে পর্যটক আকৃষ্ট করতে হোটেল-মোটেল মালিকরা দিয়ে থাকেন নানা অফার। পর্যাপ্ত নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা আর নানা সুযোগ সুবিধা থাকায় অফ-সিজনেও তাই পর্যটকের পদচারণায় মুখোর সমুদ্র-সৈকত। অফ সিজনেও পর্যটকদের ভিড় লেগে থাকায় খুশি হোটেল ব্যবসায়ীরাও। পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার কথা জানায় পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি