ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

মাদারীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থক হত্যা, আটক ৫

প্রকাশিত : ১২:৪৫, ৪ মে ২০১৬ | আপডেট: ১২:৪৫, ৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করছে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার গভীর রাতে সাহেববারপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান সেলিমের সমর্থকরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান জামাল মোল্লার সমর্থক আবুল কালাম শিকদারকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে জখম করলে আবুল কালামের চিৎকারে বাড়ীর অন্যরা এগিয়ে আসে। তাকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি