ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

বান্দরবানে ১০ বছর পর শুরু হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ

প্রকাশিত : ০৮:৫৪, ৫ মে ২০১৬ | আপডেট: ০৮:৫৪, ৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

বান্দরবানে ১০ বছর পর শুরু হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কাজ। তবে ২১ কোটি টাকা ব্যয়ে পুনরায় কার্পেটিং এর শুরুতেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। নিম্নমানের পাথর ও বিটুমিন ব্যবহারের ফলে দ্রুতই রাস্তার পিচ উঠে গিয়ে, আগের অবস্থা তৈরির আশংকা করছেন এলাকাবাসী। বান্দরবানে দীর্ঘদিন পর বারআউলিয়া থেকে টংকাবতী পর্যন্ত ১৪.৫ কিলোমিটার এবং বান্দরবান সদর থেকে কেরানীহাট সাড়ে ২২ কিলোমিটার সড়কে সংস্কার কাজ চলছে জোরেশোরেই। এতে এলাকাবাসি খুশি হলেও, প্রশ্ন উঠেছে কাজের মান নিয়ে। নতুন করে কার্পেটিংয়ে, ৬০-৭০ গ্রেডের বিটুমিন ব্যবহারের কথা উল্লেখ থাকলেও ব্যবহার হচ্ছে ৮০ থেকে ১০০ গ্রেড। সড়ক ব্যবহারকারিরা বলছেন, সড়কের বিভিন্ন অংশে ওভারলের পুরুত্ব কমিয়ে দিয়ে দায়সারাভাবে কাজ সম্পন্ন করা হচ্ছে। এতে অল্প সময়েই কার্পেটিং উঠে যেতে পারে। এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের কেউ কথা বলতে চাননি। তবে সড়ক সংস্কারের সাইটে সংশ্লিষ্টরা অভিযোগ অস্বীকার করে বলছেন, নির্দেশনা অনুযায়ীই কাজ চলছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সড়কের সংস্কার কাজে যেন গুনগত মান রক্ষা হয়, সেজন্য সংশ্লিষ্ট বিভাগের তদারকি আরো বাড়ানোর দাবি জানিয়েছেন বান্দরবানবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি