ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

১৬৮টি মামলার পূর্ণাঙ্গ রায় ১ মাসের মধ্যে জানালেন অ্যটর্নি জেনারেল

প্রকাশিত : ১৮:৪১, ৫ মে ২০১৬ | আপডেট: ১৮:৪১, ৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হওয়া ১৬৮টি মামলার পুনঃশুনানি হচ্ছে না; এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলে জানান অ্যটর্নি জেনারেল মাহবুবে আলম। এই ১৬৮ মামলার বিষয়টি আদেশের জন্য চার সদস্যের আপিল বেঞ্চে উঠলে প্রধান বিচারপতি আইনজীবীদের এ কথা বলেন। অবসরের পর রায় লেখা ‘সংবিধান পরিপন্থি’ বলে প্রধান বিচারপতির মন্তব্যের তিন মাসের মাথায় গত ২৮ এপ্রিল পূর্ণাঙ্গ রায় না হওয়া ওই ১৬৮টি মামলা সুপ্রিম কোর্টের কার্যতালিকায় আসে। ১৬৮ টি মামলার মধ্যে ২০১৩ সাল থেকে বিচারপতি এ এইচএম শামসুদ্দীন চৌধুরী ও সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন অবসর নেওয়ার আগ পর্যন্ত এই ১৬৮ মামলার নিষ্পত্তি এবং সংক্ষিপ্ত রায় ঘোষিত হলেও পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত হয়নি ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি