ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নিজামীর ফাসির আদেশ বহাল থাকায় আওয়ামী লীগের সন্তোষ

প্রকাশিত : ১৮:৪৬, ৫ মে ২০১৬ | আপডেট: ১৮:৪৬, ৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর ফাসির আদেশ বহাল থাকায় সন্তোষ জানিয়েছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে দলের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা কমিটির সভা শেষে সন্তোষের কথা জানান প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। তারা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার আইনের শাসন প্রতিষ্ঠার উৎকৃষ্ট উদাহরণ বলে মনে করেন তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি