ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

সাভারে সিম পূর্ননিবন্ধনে নিবন্ধনকারীর বিরুদ্ধে আঙ্গুলের ছাপ অপ ব্যবহারের অভিযোগ

প্রকাশিত : ১৮:৩৮, ৫ মে ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়ায় মোবাইল ফোনের সিম পূর্ননিবন্ধনে নেয়া আঙ্গুলের ছাপ অপ ব্যবহারের অভিযোগ উঠেছে এক নিবন্ধনকারীর বিরুদ্ধে। এলাকাবাসী জানায়, আশুলিয়ার খেজুরটেক বাজার এলাকার আকলিমা টেলিকমের মালিক ফারুক আহমেদের কাছে বায়োমেট্রিক পদ্ধতিতে বাংলালিংকে'র সিম রি রেজিষ্ট্রেশন করতে যান অর্ধশতাধিক গ্রাহক। গ্রাহকদের অভিযোগ, প্রত্যেকের ছয় থেকে সাত বার করে আঙ্গুলের ছাপ নেন নিবন্ধনকারী ফারুক। এভাবে গ্রাহকদের নামে সিম নিবন্ধন করে তা অন্যের কাছে বিক্রি করেন তিনি। আবুল হোসেন নামে একজন ভূক্তভোগী জানান, তার নিজের নামের প্রতারনামূলকভাবে ৪ টি সিম রেজিষ্ট্রেশন করা হয়েছে। এসব ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ফারুকের বাড়ি ঘেরাও করতে গেলে সন্ত্রাসীরা পাঁচ জনকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে আশুলিয়া থানার ফারুকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি