ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

রংপুরে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে ১০ম শ্রেণির ছাত্রীর শরীর

প্রকাশিত : ১৮:২৩, ৫ মে ২০১৬ | আপডেট: ১৮:২৩, ৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

রংপুরের মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুরে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীর শরীর। পুলিশ জানায়, স্থানীয় ভেন্ডাবাড়ি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্রী বুধবার রাতে ঘরে বসে লেখাপড়া করার সময় জানালা দিয়ে এসিড ছোড়ে দুর্বৃত্তরা। এতে তার মুখ ও কানের এক পাশ ঝলসে যায়। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশরাফুল ইসলাম নামে তার এক সহপাঠীকে আটক করেছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি