ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

নিজামীর রায় ঘোষণার পর কারাগারের নিরাপত্তা জোরদার

প্রকাশিত : ১৮:৫১, ৫ মে ২০১৬ | আপডেট: ১৮:৫১, ৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

বদর কমান্ডার নিজামীর রিভিউ রায় ঘোষণার পর গাজীপুরের কাশিমপুর কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রিভিউ রায় ঘোষণার পর কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ কারাগার ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করে। কারাগারে ঢুকতে দর্শনার্থীদের তল্লাশী করা হচ্ছে। এখন কাশিমপুর কারাগারেই আছেন নিজামী। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন নিজামীকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১২ সালের ২৮ মে ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে ১৬টি অভিযোগ গঠন করে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি