ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

বুড়িগঙ্গাকে নতুন করে সাজানোর কাজ শুরু হবে ডিসেম্বরেই বললেন সাঈদ খোকন

প্রকাশিত : ১২:৩৮, ৬ মে ২০১৬ | আপডেট: ১২:৩৮, ৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

বদলে যাচ্ছে বুড়িগঙ্গা। ঢাকার প্রাণ, এই নদীকে ঘিরেই গড়ে উঠছে বিলাস বহুল রিসোর্ট, ভাসমান রেস্তোরা আর বিনোদন পার্ক। এই প্রকল্প বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিশ্বব্যাংক। দক্ষিণের সিটি মেয়র সাঈদ খোকন বললেন, ডিসেম্বরেই শুরু হবে বুড়িগঙ্গাকে নতুন করে সাজানোর এই কাজ। বিভিন্ন দেশে নদীকে পর্যটকের কাছে আকর্ষনীয় করতে থাকে নানা উদ্যোগ। নদীর পাড় ঘিড়ে গড়ে তোল হয় পার্ক, পাঁচ তারকা হোটেল, প্রমোদতরীসহ বিভিন্ন স্থাপনা। দূষন-দখলে জর্জরিত রাজধানীর ধমনি বলে পরিচিত বুড়িগঙ্গাকে নিয়ে এমনই স্বপ্ন দেখাচ্ছে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন। হাজার হাজার পর্যটকদের বিনোদনের কেন্দ্র বিন্দুতে পরিনত করতে বুড়িগঙ্গাকে সিঙ্গাপুরের কালং নদীর মত সাজাতে চান দক্ষিনের সিটি মেয়র। এজন্য শিকদার মেডিকেল থেকে পোস্তগোলা নদীর পাড় পর্যন্ত আধুনিকায়ন হচ্ছে। এখন চলছে নকশা প্রনয়ন। বুড়িগঙ্গার পানির মান ঠিক রাখতে কয়েকটি পয়েন্টে রাখা হবে শোধনাগার। নদীর পাড়ে থাকবে আধুনিক আলোকসজ্জা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে সিটি কর্পোরেশনকে কাঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বুড়িগঙ্গাকে রাতারাতি বদলে ফেলা সহজ কাজ নয়, স্বীকার করলেন দক্ষিনের মেয়র সাঈদ খোকনও। আর্থ সমাজিক এবং ঐতিহ্যের সঙ্গে মিল রেখেই বুড়িগঙ্গাকে সাধারন মানুষের কাছে তুলে ধরতে হবে বলে জানান দক্ষিনের মেয়র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি