ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

৬৫০ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত

প্রকাশিত : ১২:৩৭, ৬ মে ২০১৬ | আপডেট: ১২:৩৭, ৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

আরো অন্তত ৬৫০ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চালাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এমনটাই জানালেন প্রসিকিউটর তুরিন আফরোজ। এদিকে, যুদ্ধাপরাধীদের পাশাপাশি সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচার ও নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর। একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষনসহ মানবতা বিরোধী অপরাধের দায়ে এরই মধ্যে কয়েকজন শীর্ষ যুদ্ধাপরাধীর মৃত্যুদন্ড কার্যকর হয়েছে। কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মুজাহিদ ও কামারুজ্জামানের পর এবার জামায়াতের আমীর মতিউর রহমান নিজামির পালা। বৃহস্পতিবার একাত্তরের আলবদর প্রধানের রিভিউ আবেদন খারিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মীর কাসেম আলীসহ আরো বেশ কয়েকজন শীর্ষ যুদ্ধাপরাধিদের বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে। বিচার চলছে তৃনমূল পর্যায়ের অনেক যুদ্ধাপরাধীর। সারাদেশ থেকে আরো অনেকের বিরুদ্ধে তদন্ত সংস্থার কাছে অভিযোগ জমা হয়েছে বলে জানিয়েছেন, ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ। এদিকে যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি জামায়াতের ইসলামীর বিচার ও সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর। বলেন, শুধু ৭১ সালে জামায়েতের ভূমিকা এবং বর্তমানে সন্ত্রাসি কর্মকান্ড আমলে নিয়েই জামায়েতের রাজনীতি নিষিদ্ধ করার সম্ভব। তবে সরকারের সদিচ্ছার অভাবের কারণে বিষয়টি পিছিয়ে যাচ্ছে বলেও অভিযোগ তার। জামায়াতকে নিষিদ্ধ না করার কারণেই ৭১ এর মত তালিকা ধরে মুক্ত চিন্তার মানুষ হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি