ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ

প্রকাশিত : ০৯:৪২, ৭ মে ২০১৬ | আপডেট: ০৯:৪২, ৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

চতুর্থ ধাপে ৭ শতাধিক ইউনিয়ন পরিষদে চলছে ভোট। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট নেয়া। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে কার্যক্রম। কনিবার সকালে ফেনীর ছাগলনাইয়ার শুভাপুর ইউনিয়নে কেন্দ্র দখল নিয়ে দুই গ্র“পের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছে। চতুর্থ দফায় ময়মনসিংহ সদর ও ফুলবাড়িয়া উপজেলার ১৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়। উপজেলা দুটিতে ১৭৫টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১২০টি। মেহেরপুরের গাংনীতে ৯টি ইউনিয়ন পরিষদে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছে ভোটাররা। সকাল থেকেই ভোট কেন্দ্রে আসতে শুরু করে ভোটাররা। এছাড়া, চাঁদপুর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা, কুষ্টিয়ার ২২টি ইউনিয়নসহ দেশের বিভিন্ন জায়গায় ভোট হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহনে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনী এলাকায় র‌্যাব-পুলিশের পাশাপাশি থাকছে স্ট্রাইকিং ফোর্স। বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি