ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

বিজিবির নতুন মহাপরিচালক সাফিনুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ২০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে সাফিনুল ইসলাম ২০১৬ সালে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চা বোর্ডে যোগদান করেন। এই নিয়োগের আগে তিনি চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত ছিলেন।

চা বোর্ডের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম ১৯৬৬ সালের ২ মার্চ বাংলাদেশের জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমীতে ২৫ জুন ১৯৮৪ সালে যোগদান করেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন।

এর আগে গত ৭ মার্চ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়।

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি