ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নারী উদ্যোক্তারা সফল হোক: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৬, ৪ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

নারী উদ্যোক্তদের সাফল্য কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এসএমই মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশই নারীদের। আর এ থেকেই প্রমাণিত হয়, নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ষ্ঠ এসএমই মেলা-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তবে তার গলার অবস্থা খারাপ থাকায় তিনি সরাসরি বক্তব্য দিতে পারেননি। তার লিখিত বক্তব্য উপস্থিত দর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যে বাংলাদেশকে স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছি। আর ২০২১ সালে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ৪১ সালে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ব্যবসায়ীসহ সব শ্রেণি পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এত আরও বক্তব্য রাখেন শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ, এফবিসিসিআই প্রেসিডেন্ট সফিউল ইসলাম মহিউদ্দিন ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে এম হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় মোট ২৯৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আর এর অধিকাশই নারীদের প্রতিষ্ঠান।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি