ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

না ফেরার দেশে পা হারানো রোজিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ২৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীতে বাসের চাকায় পা হারানো রোজিনা (১৮) অবশেষে মারা গেলেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোজিনার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা রুসুল মিয়া।

রোববার সকাল সোয়া ৭টার দিকে মারা যান রোজিনা। রুসুল মিয়া জানান, তার সাত সন্তনের মধ্যে রোজিন দ্বিতীয়। রোজিনার মায়ের নাম রাবেয়া খাতুন।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাত ৯টায় বনানীতে বিআরটিসির একটি দোতলা বাস রোজিনাকে ধাক্কা দিয়ে ফেলে তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে রোজিনার ডান পা গুরুতর জখম হলে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

রোজিনা রাজধানীর নিকেতনের ১২ নম্বর সড়কে সাংবাদিক ইশতিয়াক রেজার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। ওইদিন এক বান্ধবীর বাসা থেকে ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি