ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪

শ্রমিকের মজুরি বৃদ্ধির দাবি সংগঠনগুলোর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ১ মে ২০১৮

ন্যূনতম মজুরি বাড়ানোসহ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে মে দিবসে রাজধানীতে নেমেছে শ্রমিক সংগঠনগুলো। আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে মে দিবসে মিছিল এবং সমাবেশ করেছে শ্রমিকদের সংগঠনগুলো।

সকাল ৮টা থেকে দাবি যুক্ত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিলসহ প্রেসক্লাবের সামনে একের পর এক আসতে থাকে শ্রমিক সংগঠনগুলো। এরপর মিছিলগুলো পল্টন মোড় ঘুরে এসে আবার প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে গণঅভ্যুত্থানের বিকল্প নেই। তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

শ্রমিক দিবসে সংগঠনগুলোর মূল দাবি ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা। এর পাশাপাশি কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, নারী শ্রমিকবান্ধব কর্ম পরিবেশ গড়ে তোলা, মাতৃত্বকালীন ছুটি ছয় মাস দেওয়া, কারখানায় শ্রমিক হয়রানি বন্ধ করার দাবিও তুলেছেন তারা।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার করতে হবে। ট্রেড ইউনিয়ন করার অধিকার সব শ্রমিকের থাকতে হবে, রানা প্লাজা ধসের বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া নারী শ্রমিকদের জন্য নিরাপদ কারখানা নিশ্চিত করতে হবে।

ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিলের নেতৃবৃন্দ দাবি করেন, গার্মেন্টসে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করতে হবে। টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন বলেন, শ্রম আইন সংশোধন করে শ্রমিকবান্ধব করতে হবে। এছাড়া নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা করতে হবে, কারখানায় নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে।

ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল ইসলাম বলেন, শ্রমিকদের ঐক্যের মধ্য দিয়ে দাবি প্রতিষ্ঠা করতে হবে।

 

টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি