ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

‘২০২০ সালে বাজেটের ২০ শতাংশ শিশুদের জন্য’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২ মে ২০১৮ | আপডেট: ১৩:৩৩, ২ মে ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ২০২০ সালের মধ্যে শিশুদের জন্য বাজেটের ২০ শতাংশ বরাদ্দের পরিকল্পনা রয়েছে সরকারের বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শার‌মিন চৌধু‌রী। আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে  ইউনিসেফের আয়োজনে সাউথ এশিয়া প্লাটফর্ম ফর চিলড্রেন এর উদ্ধোধনের সময় তিনি একথা বলেন।

স্পিকার বলেন, শিশুদের অধিকার নিশ্চিতে এবং তাদের বুদ্ধি সঠিক বিকাশে গত বছর থেকে তাদের জন্য আলাদা বাজেট বরাদ্দ ব্যবস্থা করা হয়েছে। আগামী ২০২০ সালে মধ্যে শিশুদের জন্য আলাদা বিশ শতাংশ বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শিশু অ‌ধিকার ও শিশু সাস্থ্য রক্ষা নি‌শ্চিতে দ‌ক্ষিণ এশিয়ার সংসদ সদস্যরা বি‌শেষ ভূ‌মিকা রাখ‌তে পা‌রে। বাংলা‌দে‌শের প‌ক্ষে শিশু দা‌রিদ্র্য হ্রাস ও শিক্ষার বিষয়‌টি‌তে গুরুত্ব‌রোপ ক‌রেন তিনি। দু‌ই দিনব্যাপী এই বৈঠ‌কে অংশ নেন  আট‌টি দে‌শের সংসদীয় সদস্যরা। যেখা‌নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার আ‌লো‌কে শিশুর সা‌র্বিক উন্নয়‌নে সংসদ সদস্য‌রা আ‌লোচনা কর‌বেন।

 টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি