ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আজ মুজাফরাবাদ গণহত্যা দিবস (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ৩ মে ২০১৮ | আপডেট: ১০:৫৪, ৩ মে ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামে পটিয়া মুজাফরাবাদ গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে এখানের অসংখ্য বাড়ি ঘরে অগ্নিসংযোগ, লুটপাটের পর পাকিস্তানি সেনারা তাদের এদেশীয় দালালদের সহযোগিতায় সাড়ে তিনশ’ বাঙ্গালিকে হত্যা করে। বর্বরোচিত এই গণহত্যার বিচার দাবি করেছেন মুক্তিযোদ্ধারা। শহীদদের স্মৃতি সংরক্ষণেরও দাবি জানিয়েছেন তারা।

১৯৭১ সালের ৩ মে। দিনটি ছিল সোমবার। রাতভর গ্রাম পাহারা দেয়ার পর ভোরে বিশ্রামে যায় মুক্তিযোদ্ধারা। সংখ্যালঘু অধ্যুষিত পটিয়ার মুজাফরাবাদ এলাকায় হঠাৎ ভোরে হানা দেয় পাকিস্তানি সেনারা। এদেশীয় দালালদের সহযোগিতায় পুরো এলাকা ঘিরে ফেলে তারা। এরপর চালায় বর্বর নির্যাতন। অগ্নিসংযোগ, লুটপাট, কোন কিছুই বাদ রাখেনি তারা। দিনভর নির্যাতনের পর গ্রামের নারী পুরুষদের ধরে নিয়ে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়।

শিশু থেকে শুরু করে বৃদ্ধ, মা-মেয়ে কেউ রেহাই পায়নি হানাদার বাহিনীর হাত থেকে। সেই স্মৃতি স্মরণ করে নির্মম এই হত্যাকান্ডের বিচারের দাবি জানিয়েছেন সেসময় প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিরা।

মুক্তিযুদ্ধের স্মৃতি নতুন প্রজম্মের কাছে তুলে ধরতে কমপ্লেক্স তৈরির দাবি স্থানীয়দের।

মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ধরে রাখতে বধ্যভূমি সংরক্ষণে উদ্যোগ নেয়ার কথা জানালেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান।

পাকিস্তানী ঘাতকদের সাহায্যকারী এদেশীয় দোসরদেরও বিচারের দাবি জানিয়েছে মুজাফরাবাদবাসী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি