ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

অনেকে বউয়ের ভয়ে দুর্নীতি করে না: দুদক চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ৬ মে ২০১৮

Ekushey Television Ltd.

নারীদের সচেতন করে তুলতে পারলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক আয়োজিত ‘দুর্নীতির মাধ্যমে অর্জিত আয় ও সম্পদের পারিবারিক দায় : নারীর ভূমিকা, ঝুঁকি ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

নারীরা সচেতন হলে সমাজে দুর্নীতি অনেকাংশ কমে যাবে উল্লেখ করে তিনি জানান, এমন বহু লোক সমাজে আছেন যারা বউয়ের ভয়ে দুর্নীতি করেন না।

এ সময় নারীদের পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, নিজেদের কাজে শতর্কতার পাশাপাশি স্বামীদের দুর্নীতি ঠেকাতেও কার্যকরি ভূমিকা পালন করতে হবে নারীদের। 

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, “নারীর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যে পরিবর্তন দরকার, সেটা নিয়ে চিন্তা করতে হবে।”

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক পরিচালক ফারাহ কবীর বক্তব্য দেন।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি