ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ভোটাদের দ্বারে দ্বারে গভীর রাতেও ঘুরছে প্রার্থীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ৭ মে ২০১৮ | আপডেট: ১৪:৫৫, ৭ মে ২০১৮

Ekushey Television Ltd.

ভোটের দিন যতই ঘনিয়ে আসছে। ততই বাড়ছে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের ব্যস্থতা। গভীর রাতেও ভোটাদের দ্বারে দ্বারে ঘুরছে প্রার্থীরা। জয়ের আশায় ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্র“তিও।

১৫ মে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা সিটি কপোরেশন নির্বাচন। তাই নির্বাচনকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। চায়ের দোকান থেকে শুরু সর্বত্রই বাড়ছে প্রার্থী আর ভোটারদের আনাগোনা।

এলাকার উন্নয়ন দেখিয়ে নিজের জন্য ভোট প্রার্থনা করছেন কাউন্সিলরা।

নির্বাচনের পরিবেশ সুন্দর রাখতে কাজ করছে প্রশাসন।

খুলনা সিটি কর্পোরেশনের এই নির্বাচনেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে ভোটারা।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি