ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

গণমাধ্যমের জন্য নীতিমালা করতে চায় ইসি    

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৮ মে ২০১৮

Ekushey Television Ltd.

ভোটকেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের বিষয়ে সংবাদমাধ্যমের জন্য একটি নীতিমালা করতে চায় নির্বচন কমিশন (ইসি)। পুলিশের পক্ষ থেকে এ ধরনের সুপারিশ আসার পর খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এ উদ্যোগ নিয়েছে ইসি। এ লক্ষ্যে গণমাধ্যমের সঙ্গে একটি মতবিনিময়ের আয়োজন করা হয়েছে।

সভার কার্যবিবরণী থেকে জানা যায়, ভোটকেন্দ্রে সাংবাদিক পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে গাইডলাইন প্রণয়ন ও তা মনিটর করার ওপর গুরত্বারোপ করেন পুলিশের মহাপরিদর্শক।     

ইসি সূত্রে জানা গেছে, ‘খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন বিষয়ক সংবাদ সংগ্রহ, প্রচার ও প্রতিবেদন প্রকাশ এবং ভোট গ্রহণের দিন ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহ, প্রচার/প্রকাশ বিষয়ক’ একটি নীতিমালা প্রণয়নে ইসি গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করেছে। আজ মঙ্গলবার এ মতবিনিময় সভা হওয়ার কথা।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, তারা গণমাধ্যমের জন্য নীতিমালা করছেন না। সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে তারা মতবিনিময় করবেন। সাংবাদিকদের কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে এই মতবিনিময়।

একে//এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি