ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আগামী বাজেট ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০০, ৯ মে ২০১৮ | আপডেট: ১৬:০২, ৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী বাজেটের আকার হবে ৪ লাখ ৬০ হাজার কোটি টাকার মতো। ৩০ জুন জাতীয় সংসদে বাজেট পাস হবে।
বুধবার (৯ মে) বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন-ইআরএফ’র সদস্যদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি সাইফ ইসলাম দিলালের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অর্থসচিব মুসলিম চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া, ইআরএফের সাবেক সভাপতি জাকারিয়া কাজল প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে মানবসম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন ইত্যাদি বিষয়ে গুরুত্ব দেয়া হবে।
অর্থমন্ত্রী আশা ব্যাক্ত করে বলেন, চলতি অর্থবছর শেষে বেসরকারি বিনিয়োগ বাড়বে। দেশে করপোরেট ট্যাক্স বেশি এটি এ বছরের বাজেটে কমানো হবে। তবে ট্যাক্সের পরিধি বাড়বে। আমরা আশা করছি, ২০২৫ সালের মধ্যে দেশের ৫০-৬০ শতাংশ লোক ট্যাক্স দেবে।
তিনি বলেন, টাকা পাচার নিয়ে যত হৈ চৈ হয়, তত টাকা আসলে পাচার হয় না। তিনি বলেন, কালো টাকা নিয়ে কিছু করার নেই, এটা আমাদের আইনেই আছে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি