ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

খুলনায় নির্বাচন সুষ্ঠু করতেই আসামিদের গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১২ মে ২০১৮

Ekushey Television Ltd.

খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু করতেই পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রকৌশলীদের প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
খুলনায় বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করছে বলে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুলনায় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সেখানে পরোয়ানাভুক্ত যেসব আসামি আছে পুলিশ তাঁদের ধরছে। এটা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই করছে পুলিশ।
খুলনা সিটির অভিযোগ নিয়ে বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যে চিঠি দেওয়া হয়েছে সেটি এখনো তার হাতে পৌঁছায়নি বলেও জানান মন্ত্রী।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি