ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

বিটিআরসির প্রস্তাবিত ‘টাওয়ার কোম্পানী গাইড’ লাইনে বিনিয়োগে ৫১ ভাগ দেশি ও ৪৯ ভাগ বিদেশী অংশীদারিত্বের সুযোগ

প্রকাশিত : ০৮:৩৯, ২১ জুন ২০১৬ | আপডেট: ০৮:৩৯, ২১ জুন ২০১৬

Ekushey Television Ltd.

বিটিআরসির প্রস্তাবিত ‘টাওয়ার কোম্পানী গাইড’ লাইনে, বিনিয়োগে শতকরা ৫১ ভাগ দেশি এবং ৪৯ ভাগ বিদেশী অংশীদারিত্বের সুযোগ রাখা হয়েছে। আর, অংশ নিতে পারবে না কোন মোবাইল অপারেটর। তবে, গাইড লাইনের এই বিধান মোবাইল শিল্পের বিকাশে বাধা তৈরী করবে বলেই মনে করছেন মোবাইল অপারেটররা। এটি একটি, টাওয়ার কোম্পানীর নিয়ন্ত্রণ কক্ষ। বিটিআরসি এর, অনাপত্ত্বি পত্র নিয়ে, পরীক্ষামূলক টাওয়ার কোম্পানী পরিচালনা করছে একটি কোম্পানী। একের অধিক কোম্পানী লাইসেন্স পাবে ঠিকই; তবে সংখ্যাটা কমই রাখার পরিকল্পনা প্রাথমিক ভাবে। সবার মতামত নিয়ে, গাইড লাইন চূড়ান্ত করার দাবী মোবাইল অপারেটরদের। নতুন নতুন নিয়ন্ত্রণ, আরোপ শিল্পের বিকাশে বাধা হবার শংকা তাদের। টাওয়ার কোম্পানীতে, লাইসেন্স দেয়ার ক্ষেত্রে, সুযোগ সবার জন্যে, উন্মুক্ত রাখারও প্রয়োজন। পূর্ব অভিজ্ঞদের সুযোগ পাওয়া উচিত বলেই মনে করেন টেলিকম বিশেষজ্ঞরা। এক্ষেত্রে, বিনিয়োগঘন এই ব্যবসায় বিদেশী বিনিয়োগের আকর্ষণের সুযোগ রাখার পরামর্শ তাদের। মাসখানেকের মধ্যে, টাওয়ার কোম্পানী গাইড লাইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলে টেন্ডার আহবান করতে যাচ্ছে বিটিআরসি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি