ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ভারত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ১৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ভারত থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। বাংলাদেশ পাওয়ার গ্রিড করপোরেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, বর্তমানে ভারত থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ।

গত শক্রবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ড্রাস্ট্রি (সিআইআই) আয়োজিত জ্বালানি সম্মেলনে যোগ দিয়েছিলেন আবুল কালাম আজাদ। চলতি বছর নবমবারের মতো ওই সম্মেলন আয়োজন করেছে সিআইআই (পূর্বাঞ্চল)। এখানে ভারতের জ্বালানি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে পেশাজীবীরা তাদের মতামত তুলে ধরেন।

আবুল কালাম আজাদ বলেন, গত দশ বছরে বাংলাদেশের জ্বালানি সক্ষমতা পাঁচগুণ বেড়েছে। বর্তমানে ভারত থেকে প্রায় ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছি। ৪০০কেভিএ সঞ্চালন লাইন নির্মাণ শেষ হলে শিগগিরই অতিরিক্ত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।

তিনি জানান, ২০৪১ সাল পর্যন্ত ভারত থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চায় বাংলাদেশ। জ্বালানি খাতের জনবলের দক্ষতা বাড়াতে ভারতের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় থেকে ঢাকা প্রশিক্ষণ সহায়তা পাচ্ছে বলেও জানান বাংলাদেশ পাওয়ার গ্রিড কর্পোরেশনের চেয়ারম্যান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি