ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

কমলাপুর ছেড়ে যাওয়া কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাওয়া ৩০টি ট্রেনের ছয়টি শিডিউল বিপর্যয়ের শিকার হয়েছে। তাই সময় যত গড়াচ্ছে, ভোগান্তিও তত বাড়ছে ঘরমুখো মানুষের। আজ সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত এই রেলস্টেশন ছেড়ে যাওয়া ট্রেনের শিডিউল সম্পর্কে রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী এ তথ্য জানান।

তিনি বলেন, দুপুর দুইটা পর্যন্ত মোট ৩০টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। এগুলোর মধ্যে ছয়টি শিডিউল বিপর্যয়ের শিকার হয়েছে। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় পরিবর্তে নয়টা ১৫ মিনিট, সুন্দরবন এক্সপ্রেস ৬টা ২০ মিনিটের পরিবর্তে আটটা ১৫ মিনিট, নীলসাগর এক্সপ্রেস আটটার পরিবর্তে ১১টা ৫০ মিনিট, রংপুর এক্সপ্রেস নয়টার পরিবর্তে একটা, লালমনি ঈদ স্পেশাল নয়টা ১৫ মিনিটের পরিবর্তে দেড়টা এবং চট্টলা এক্সপ্রেস একটার পরিবর্তে একটা ৩৫ মিনিটে কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে।

স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বলেন, যাত্রীর চাপ থাকায় শিডিউল বিপর্যয় হচ্ছে। অতিরিক্ত যাত্রীর কারণে ট্রেন ছাড়তে অতিরিক্ত সময় লাগছে। তবে অনেক যাত্রী অভিযোগ করেন, ট্রেনের শিডিউল ঠিক নাই। যে সময় আসার কথা সেই সময়ে আসছে না। আর অতিরিক্ত যাত্রী কমলাপুর স্টশনে রয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি