ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

অতিরিক্ত গরমে নষ্ট হয়েছে ১৫ শতাংশের বেশি চামড়া [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২৩ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর পোস্তায় কাঁচা চামড়া সংগ্রহ শেষে সংরক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। তবে, অত্যাধিক গরম আর দেরিতে সংরক্ষণ করায় ১৫ থেকে ২০ শতাংশ চামড়া নষ্ট হয়েছে বলে জানিয়েছেন আড়ত মালিকরা।

এদিকে, গতবারের চেয়ে দাম কম হওয়ায় চামড়া পাচারের আশংকা করছেন, চামড়া ব্যবসায়ীরা।

ঈদের দ্বিতীয় দিন রাজধানীর সবচেয়ে বড় কাঁচা চামড়ার আড়ত- পোস্ত ট্রাকের লাইন না থাকলেও আড়তগুলোয় শ্রমিকরা ছিলো চামড়া সংরক্ষণ কাজে মহাব্যস্ত।

এদিকে রাতভর চামড়া সংগ্রহ শেষে লবণ মাখিয়ে সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন, আড়ত মালিকরা। তবে অত্যাধিক গরম আর বেশি দামের আশায় যারা চামড়া যুগিয়ে রেখেছিলেন তাদের অনেকের চামড়াই নষ্ট হয়ে গেছে।

এদিকে প্রতি বর্গফুটে ৪৫ থেকে ৫০ টাকা বেঁধে দেয়া দামে গরুর চামড়া কিনেছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। গতবারের চেয়ে প্রতি বর্গফুটে ৫ টাকা দাম কম হওয়ায় পাচারের আশংকা করছেন ব্যবসায়ীরা।

এ অবস্থায় পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি